ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারকে অর্থ সহায়তা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৩ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৮
পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারকে অর্থ সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে নগদ অর্থ তুলে দেন জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন

পঞ্চগড়: পঞ্চগড়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় হতাহত ২১ পরিবারের মাঝে আর্থিক সহায়তা করা হয়েছে। নিহত প্রত্যেক পরিবারকে ৫০ হাজার টাকা এবং আহত প্রত্যেক পরিবারকে ২০ হাজার টাকা করে মোট সাড়ে ৭ লাখ টাকা অর্থ সহায়তা করা হয়েছে।

‘জেমকন গ্রুপ’ নামে স্থানীয় একটি প্রতিষ্ঠানের সহায়তায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে মঙ্গলবার (৩০ অক্টোবর) বিকেলে দুর্ঘটনায় নিহত ১১ জন ও গুরুতর আহত ১০ জনের পরিবারের হাতে নগদ এই অর্থ তুলে দেন জেলা প্রশাসক (ডিসি) সাবিনা ইয়াসমিন।  

এসময় নিহত প্রত্যেক পরিবারের সক্ষম সদস্যদের যোগ্যতা অনুযায়ী জেমকন লিমিটেডের বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার ঘোষণা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- পুলিশ সুপার (এসপি) গিয়াস উদ্দিন আহমদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ গোলাম আজম, তেঁতুলিয়া উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম শাহীন, বাংলাবান্ধা ইউনিয়নের চেয়ারম্যান কুদরত-ই-খুদা মিলন, জেমকন গ্রুপের মেসার্স ক্যাসেল কনস্ট্রাকশন লিমিটেডের ব্যবস্থাপক (অপারেশন) বীরেন্দ্রনাথ প্রামাণিক ও পাথর লিমিটেডের ব্যবস্থাপক (অপারেশন) কামরুল ইসলাম, জেমকন গ্রুপের কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বাবু, আবু তাহেরসহ ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

গত ২৬ অক্টোবর (শুক্রবার) রাত পৌনে ৮টার দিকে তেঁতুলিয়া-ঢাকা জাতীয় মহাসড়কের দশমাইল এলাকায় তেঁতুলিয়াগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে জেমকন লিমিটেডের বিদ্যুতের খুঁটিবাহী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন ৫ জন এবং হাসপাতালে নেওয়ার পর নারী, শিশুসহ আরও ৬ জন নিহত হন। এসময় আহত হন কমপক্ষে ১৫ জন।

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।