ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রামুর ককটেল বিস্ফোরণ: বিএনপির ৫৬ জনের বিরুদ্ধে মামলা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৬ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৮
রামুর ককটেল বিস্ফোরণ: বিএনপির ৫৬ জনের বিরুদ্ধে মামলা

কক্সবাজার: কক্সবাজারের রামুতে ককটেল বিস্ফোরণের ঘটনায় বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১৬ জনকে এজাহারভুক্ত এবং ৪০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা হয়েছে।

মঙ্গলবার (৩০ অক্টোবর) বিকাল সাড়ে ৫টার দিকে রামু থানার উপ-পরিদর্শক (এসআই) মংছাই মারমা বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলাটি করেন। সড়কে যানবাহন ও জনসাধারণের ক্ষতিসাধন করে নাশকতা সৃষ্টির চেষ্টা করার অভিযোগ এনে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারায় রামু থানায় মামলাটি করা হয়েছে।

রামু উপজেলা বিএনপির সভাপতি ও দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মেরাজ আহমদ চৌধুরী মাহিন, সাংগঠনিক সম্পাদক কাজী আবদুল্লাহ আল মামুন, দিদারুল আলম প্রকাশ দিদার বলী, কামাল উদ্দিন মেম্বার, মানোয়ার, সাহেদুজ্জামান বাহাদুর, শাহজাহান লুতু, আবছার কামাল, জিল্লুর রহমান, ফয়েজ উদ্দিন ফয়েজ, আবুল বশর বাবু, জিল্লুর চৌধুরী, কবির আহামদ, ফরিদুল আলম ও কলিমুল্লাহ্সহ ৫৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

সোমবার (২৯ অক্টোবর) রাতে রামু বাইপাস আমতলিয়া পাড়া রাস্তার মাথা এলাকায় পর পর চারটি ককটেল বিস্ফোরণ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরিত ককটেলের খোসা উদ্ধার করে।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৮
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।