ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

'শিশু হত্যায়' শ্রমিক নেতাদের বিরুদ্ধে মামলার দাবি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৮
'শিশু হত্যায়' শ্রমিক নেতাদের বিরুদ্ধে মামলার দাবি .

সিলেট: নবজাতক শিশুদের মৃত্যুর জন্য পরিবহন শ্রমিক নেতাদের হুকুমের আসামি করে অবিলম্বে হত্যা মামলার দাবিতে সিলেটে দায়বন্ধন কর্মসূচি করা হয়েছে।

মঙ্গলবার (৩০ অক্টোবর) বিকেল কেন্দ্রীয় শহীদ মিনারে সংক্ষুব্ধ নাগরিক আন্দোলনের দায়বন্ধন শীর্ষক কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি পেশার নাগরিকরা ক্ষোভ প্রকাশ করেন।

দায়বন্ধন কর্মসূচিতে আয়োজকদের পক্ষে বলা হয়, পরিবহন শ্রমিকদের নৈরাজ্যে দেশে দুইদিন 'মগের মুল্লুক' ছিল।

 

দায়বন্ধন কর্মসূচিতে গণজাগরণ মঞ্চ সিলেট এর মুখপাত্র দেবাশিষ দেবুর সঞ্চালনায় সুশাসনের জন্য নাগরিক (সুজন) সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী বলেন, পরিস্থিতি আর ব্যাখ্যার নয়। কার দায় কতোটা -এটাই এখন বিবেচ্য। আমরা ক্ষুব্ধ নাগরিক। আমার দায় নিয়ে শহীদ মিনারের সম্মুখে আয়োজিত এ কর্মসূচিতে একাত্ব হয়ে নবজাতক শিশুদের মৃত্যুর জন্য পরিবহন শ্রমিক নেতাদের হুকুমের আসামি করে অবিলম্বে হত্যা মামলার দাবি জানাই।

দায়বন্ধন কর্মসূচিতে সংক্ষুব্ধ নাগরিক আন্দোলন সিলেটের সমন্বয়ক আব্দুল করিম কিম বলেন,  আমরা মূমূর্ষু শিশুদের পৃথিবীতে বেঁচে থাকার অধিকারটুকু দিতে পারিনি। তিনটি মূমূর্ষু শিশুর চিকিৎসা পাওয়ার অধিকার অবরোধের নামে পরিবহন শ্রমিক নেতাদের গুন্ডামীতে কেড়ে নেওয়া হয়েছে।

দায়বন্ধন কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন সংক্ষুব্ধ নাগরিক আন্দোলন হবিগঞ্জের সমন্বয়ক তোফাজ্জল সোহেল, কিডনি ফাউন্ডেশন সিলেটের সমন্বয়ক ফরিদা নাসরিন, ছাত্র ইউনিয়ন সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক নাবিল এইচ চৌধুরী।

এ সময় আরও উপস্থিত ছিলেন চ্যানেল এসইউকে সিলেটের ব্যুারো প্রধান মঈনউদ্দিন মঞ্জু, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সংগঠক বদরুল ইসলাম চৌধুরী, সাংবাদিক সামির মাহমুদ, প্রত্যুষ তালুকদার, সৈয়দ রাসেল ও মাইদুল রাসেল প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৮
এনইউ/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।