ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সেলফি তুলতে গিয়ে প্রাণ গেলো শিক্ষার্থীর

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৩ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৮
সেলফি তুলতে গিয়ে প্রাণ গেলো শিক্ষার্থীর

নাটোর: নাটোরের লালপুরে পদ্মা নদীর পাড়ে বেড়াতে গিয়ে সেলফি তোলার সময় পানিতে ডুবে আশরাফ সিদ্দিকি আবির (১৪) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩০ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার গৌরীপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আবির উপজেলার কুজিপুকুর গ্রামের আবুবক্কর সিদ্দিকের ছেলে।

সে নর্থ বেঙ্গল সুগার মিলস হাই স্কুলের নবম শ্রেণির ছাত্র।

পদ্মা নদীতে নেমে বন্ধুদের সঙ্গে সেলফি তুলতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হয় আবির।

পরে নিখোঁজের প্রায় ৭ ঘণ্টা পর সন্ধ্যা ৭টার দিকে রাজশাহী থেকে ডুবুরি এসে তার মরদেহ উদ্ধার করে।

আবিরের সঙ্গে ঘুরতে যাওয়া সহপাঠিরা জানায়, তাদের স্কুল মাঠে সৃজনে উন্নয়নে বাংলাদেশ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলা অনুষ্ঠিত হওয়ায় অ্যাসেম্বলির পর স্কুল ছুটি হয়।

ছুটির পরে আবিরসহ তারা ১৫-১৬ জন গৌরীপুরে পদ্মায় ঘুরতে যায়। একপর্যায়ে কয়েকজন পানিতে নেমে আনন্দ করতে থাকে।

এ সময় সেলফি তুলতে গিয়ে সায়েম, তানজিল ও আবির পানিতে তলিয়ে যেতে থাকে। অনেক চেষ্টা করে সায়েম ও তানজিলকে উদ্ধার করতে পারলেও আবিরকে উদ্ধার করতে তারা ব্যর্থ হয়। বিষয়টি তার পরিবার ও পুলিশকে জানানো হয়। পরে রাজশাহী থেকে ডুবুরি দল এসে আবিরের মরদেহ উদ্ধার করে।

লালপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রুহুল আমিন বাংলানিউজকে জানান, প্রায় সাত ঘণ্টা চেষ্টার পর সন্ধ্যা ৭টার দিকে আবিরের মরদেহ উদ্ধার করা হয়।

এদিকে, নদীতে পড়ে স্কুলছাত্রের নিখোঁজের খবর পেয়ে দুপুরের দিকে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মুল বানীন দ্যুতি, লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জুয়েলসহ স্থানীয় নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন।  

নর্থ বেঙ্গল হাইস্কুলের প্রধান শিক্ষক গাওছুল আজম বাংলানিউজকে জানান, সরকারের ‘সৃজনে উন্নয়নে বাংলাদেশ’ কর্মসূচির উৎসব পালনে তাদের স্কুল ভেন্যু হিসেবে ব্যবহার হচ্ছে। অ্যাসেম্বলি শেষে স্কুল ছুটি দিয়ে দেওয়া হয়। ছেলেরা স্বেচ্ছায় পদ্মার পাড়ে গিয়েছিল।

লালপুর থানার ওসি নজরুল ইসলাম জুয়েল বাংলানিউজকে জানান, খবর পেয়ে লালপুর ও রাজশাহী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স যৌথ অভিযান চালিয়ে সন্ধ্যা ৭টার দিকে নিখোঁজ আবিরের মরদেহ উদ্ধার করে।

তিনি বলেন, কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩৪১ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।