ঢাকা: রাজধানীর শ্যামপুর জুরাইনে বোনকে উত্যক্তের প্রতিবাদ করায় বখাটের ছুরিকাঘাতে আহত শেখ ইমলাম পাভেল (২২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
রোববার (৪ নভেম্বর) সকাল ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত পাভেলের মামা খলিলুর রহমান বাংলানিউজকে জানান, শনিবার (৩ নভেম্বর) রাতে অস্ত্রোপচার করা হয় পাভেলের।
এরপর ভোরে তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। সেখানেই চিকিৎসাধীন সকাল ৯টার দিকে তার মৃত্যু হয়। দুই ভাইবোনের মধ্যে বড় পাভেল। আগে পড়ালেখা করলেও এখন কিছুই করতো না সে। মৃত পাভেল পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর গ্রামের মনির হোসেনের ছেলে। বর্তমানে পশ্চিম জুরাইনের মাজার গেট এলাকার বাসিন্দা। বোনের উত্যক্তের প্রতিবাদে শনিবার রাত ১২টার দিকে কথা কাটাকাটির একপর্যায় তুহিন ও শাহিন নামে দু’ যুবক পাভেলের পেটে ছুরিকাঘাত করে। পরে দ্রুত তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।
মৃত্যুর বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ- পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া।
বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৮
এজেডএস/এএটি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।