রোববার (৪ নভেম্বর) দুপুরে নগরের কেন্দ্রীয় বাস টার্মিনালে নিজস্ব কার্যালয়ে রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের কার্যকরী কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী এ ঘোষণা দেওয়া হয়।
বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম এ মজিদ।
তিনি বাংলানিউজকে বলেন, পরিবহন শ্রমিক ভাইদের ৪০ বছরের দাবি নিয়োগপত্র দেওয়া। এ বিষয়ে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়োগপত্র দেওয়ার জন্য প্রজ্ঞাপন জারি করলেও মালিকপক্ষ বিভিন্নভাবে টালবাহানা করে সময় ক্ষেপণ করছেন। বিভিন্ন সময়ে আমরা দাবি জানালেও এ বিষয়ে কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি। তাই আমরা বাধ্য হয়ে আমাদের কার্যকরী কমিটির সভায় আগামী ২০ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছি। এ সময়ের মধ্যে দাবি মানা না হলে ২১ নভেম্বর থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট কর্মসূচি পালন করবো।
কার্যকরী কমিটির সভায় মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি তাজুল ইসলাম মুকুল, সাধারণ সম্পাদক এম এ মজিদ, সহ-সাধারণ সম্পাদক রোনাচুর জামান মিন্টু, আসাদুজ্জামান বাবু, কোষাধ্যক্ষ শাহরিয়ার হোসেন বিটুল, সাংগঠনিক সম্পাদক আজাদূর রহমান মজনু প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৮
আরবি/