আগামী ১৩ ডিসেম্বর মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলমের অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার কথা ছিলো।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক রোববার (০৪ নভেম্বর) সাংবাদিকদের বলেন, শফিউল আলমের চুক্তিভিত্তিক নিয়োগের ফাইলে সই করে তা প্রধানমন্ত্রীর দফতরে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে।
২০১৫ সালের ২৫ অক্টোবর মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব পান শফিউল আলম। তিনি রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান (সচিব) এবং ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
বাংলাদেশ সিভিল সার্ভিস ১৯৮২ নিয়মিত ব্যাচের এই কর্মকর্তা মাঠ প্রশাসনের গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। তিনি মাগুরা ও ময়মনসিংহ জেলার জেলা প্রশাসক ছিলেন। বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের মেম্বার ডিরেক্টর স্টাফ ছিলেন। এছাড়া তিনি জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ এবং বাংলাদেশ বন শিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান, রাজশাহী বিভাগীয় কমিশনার, যোগাযোগ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
১৯৫৯ সালে কক্সবাজার জেলায় জন্মগ্রহণ করেন শফিউল আলম। তিনি ১৯৭৯-৮০ সালে বিএ এবং এলএলবি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮১ সালে ইংরেজিতে এমএ পাস করেন। তিনি যুক্তরাজ্যের বার্মিংহাম বিশ্ববিদ্যালয় থেকে উন্নয়ন প্রশাসন বিষয়ে এমএস ডিগ্রি অর্জন করেন।
বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৮
এমআইএইচ/জেডএস