রোববার (৪ নভেম্বর) দুপুরে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ‘আল-হাইয়াতুল উলিয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশ’ আয়োজিত ‘শুকরানা মাহফিল’ এ লিখিত বক্তব্যে আহমদ শফী বলেন, কওমি মাদ্রাসা শিক্ষাকে স্বীকৃতি দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে আন্তরিক শুকরিয়া ও ধন্যবাদ জানাই।
এসময় হেফাজত নেতা-কর্মীদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান শফী।
তিনি বলেন, আমার কোনো রাজনৈতিক পরিচয় নেই। কোনো রাজনৈতিক দলের সঙ্গে আমাদের নীতিগত সংশ্লিষ্টতা নেই। সুতরাং, কোনো রকম বিভ্রান্তি, অপপ্রচার করার সুযোগ নেই।
সামাজিক মাধ্যমে নিজের বিরুদ্ধে অপপ্রচারের সমালোচনা করেন শফী। আহমদ শফীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন সংস্থাটির সহকারী মহাসচিব মুফতি নুরুল আমিন।
পরে শফী প্রধানমন্ত্রীর হাতে শুকরানা ক্রেস্ট তুলে দেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে সম্মাননা জানানোর আগে তাকে ‘কওমি জননী’ উপাধি দেন কওমি মাদরাসাগুলোর সর্বোচ্চ সংস্থা ‘আল-হাইয়াতুল উলিয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশ’র সদস্য মাওলানা মুফতি রুহুল আমিন।
আহমদ শফীকে স্বাধীনতা পদক দেওয়ার দাবি
বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৮
এমইউএম/এএ