ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

টাঙ্গাইলে পুলিশের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৩ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৮
টাঙ্গাইলে পুলিশের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ৪৯তম ব্যাচের পুলিশ কনস্টেবলদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ

টাঙ্গাইল: টাঙ্গাইলের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে ৪৯তম ব্যাচের পুলিশ কনস্টেবলদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৪ নভেম্বর) সকালে এ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের অতিরিক্ত মহাপরির্দশক (আইজিপি) মো. মোখলেসুর রহমান।

 

আইজিপি পুলিশ ট্রেনিয় সেন্টারের প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন এবং প্যারেড পরিদর্শন করেন। প্যারেডে ৪৯তম ব্যাচের এক হাজার ২৯০ জন কনস্টেবল অংশ নেন। কুচকাওয়াজ শেষে ৪৯তম ব্যাচের কনস্টেবলরা অভিযান কৌশল এবং শারীরিক গঠন প্রদর্শন করেন।  

কুচকাওয়াজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ডেন্ট অতিরিক্ত ডিআইজি সালেহ মোহাম্মদ তানভীর, জেলা প্রশাসক (ডিসি) মো. শহীদুল ইসলাম, পুলিশ সুপার (এসপি) সঞ্জিত কুমার রায় প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।