ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জানুয়ারিতে ১০ ডিগ্রির নিচে নামতে পারে তাপমাত্রা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১০ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৮
জানুয়ারিতে ১০ ডিগ্রির নিচে নামতে পারে তাপমাত্রা পঞ্চগড়ে শুরু হয়ে গেছে শৈত্যপ্রবাহ। ছবি: বাংলানিউজ

পঞ্চগড়: বাংলাদেশের সর্ব উত্তরে দিন দিন শীতের দাপট বাড়ছেই চলেছে। পঞ্চগড় জেলা হিমালয়ের কাছে হওয়ায় এ জেলায় হিমালয় থেকে বয়ে আসা শৈত্যপ্রবাহে অনেকটা জেঁকে বসতে শুরু করেছে।

এ জেলায় দিনের বেলা কখনো গরম, আবার কখনো রোদের মিষ্টি তাপমাত্রার পর সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত থাকছে শীতল আবহাওয়া। জানা যায়, গত বারের চেয়ে এ জেলায় তাপমাত্রা অনেক নিচে নেমে আসবে।

জেলা সদরসহ উত্তরের সীমান্ত উপজেলা তেঁতুলিয়া ঘুরে দেখা যায়, পাহাড়ি হিমেল হাওয়ার কারণে দিনের শেষে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত গরম কাপড় ব্যবহার করছে স্থানীয়রা। ফুটপাতেও গরম কাপড়ের বেচা-কেনা শুরু হয়েছে। শীতের কারণে রাতে কাঁথা-কম্বল ছাড়া ঘুমানো কষ্ট কর হয়ে পড়েছে বলে জানায় তেঁতুলিয়াবাসী।

আজিজার রহমান নামে এক রিকশাচালক বাংলানিউজকে বলেন, শীতের কারণে সকাল এবং সন্ধ্যার পর রিকশা চালাতে সমস্যায় পড়তে হচ্ছে। দিন দিন শীতের সঙ্গে কুয়াশার পরিমাণও বাড়ছে।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের পর্যবেক্ষক ফজলে রহমান বাংলানিউজকে বলেন, রোববার (৪ নভেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এদিন বিকেল ৩টা পর্যন্ত সর্বচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আগামী জানুয়ারিতে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসবে।

এদিকে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. মো. জহুরুল ইসলাম বাংলানিউজকে বলেন, শীতে বেশিরভাগ শিশু ও বয়স্করা সর্দি, জ্বরসহ বিভিন্ন শীতজনিত রোগে আক্রান্ত হয়। তাই সুস্থ থাকার জন্য সবাইকে সচেতন থাকতে হবে।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।