রোববার (৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাংলানিউজকে এতথ্য নিশ্চিত করেন আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক।
নজরুল ওই উপজেলার কাকাইলছেও ইউনিয়নের রসুলপুর গ্রামের আব্দুল আউয়ালের ছেলে।
ওসি আরও জানান, প্রায় আট বছর আগে জীবিকার জন্য দক্ষিণ আফ্রিকায় যান নজরুল। এরপর তিনি জোহানেসবার্গ শহরে মুদি এবং কনফকেশনারি ব্যবসা করতেন।
শনিবার (৩ নভেম্বর) বাংলাদেশ সময় আনুমানিক সকাল ৯টায় বাসা থেকে ব্যবসা প্রতিষ্ঠানের উদ্দেশে রওনা হন। পথে সন্ত্রাসীরা তাকে গুলি করলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
নিহতের পরিবারের সদস্যদের বরাত দিয়ে ওসি নাজমুল আরও জানান, সোমবার (৫ নভেম্বর) নজরুলের মরদেহ দুবাই এসে পৌঁছাবে। পরদিন বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৮
এসআরএস