ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

হাজারীবাগে লেগুনার ধাক্কায় শিশু শিক্ষার্থীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২২ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৮
হাজারীবাগে লেগুনার ধাক্কায় শিশু শিক্ষার্থীর মৃত্যু

ঢাকা: রাজধানীর হাজারীবাগে লেগুনার ধাক্কায় মোস্তাফিজুর রহমান (৭) নামে আহত একটি শিশু শিক্ষার্থী চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

রোববার (৪ নভেম্বর) রাত ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়।  

এর আগে বিকেল ৪টার দিকে হাজারীবাগের কোম্পানি ঘাট এলাকায় দুর্ঘটনায় আহত হয় শিশুটি।

 

মোস্তাফিজুর রংপুর গঙ্গাচড়া উপজেলার বরই গ্রামের তপছর আলীর ছেলে। বর্তমানে সে  হাজারীবাগ কোম্পানি ঘাট এলাকায় পরিবারের সঙ্গে থাকতো এবং স্থানীয় একটি স্কুলের প্রথম শ্রেণির ছাত্র ছিল।  

শিশুটির বড় ভাই ইব্রাহীম জানান, বিকেলে বাসার সামনে একটি দোকান থেকে নাস্তা খেয়ে হেঁটে বাসায় ফিরছিল মোস্তাফিজুর। পথে ওই কোম্পানি ঘাট এলাকায় পৌঁছালে একটি লেগুনা তাকে ধাক্কা দেয়। তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় রাতে সে মারা যায়।  

হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম আলী মিয়া বাংলানিউজকে বলেন, ঘাতক লেগুনাটিকে জব্দ করা হয়েছে। চালকও পুলিশ হেফাজতে আছে।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৮
এজেডএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।