ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

খুরুশকুলে কিশোরকে পিটিয়ে-বৈদ্যুতিক শক দিয়ে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৮
খুরুশকুলে কিশোরকে পিটিয়ে-বৈদ্যুতিক শক দিয়ে হত্যা

কক্সবাজার: কক্সবাজারের খুরুশকুলে মুহাম্মদ মামুন উদ্দিন (১৪) নামের কিশোরকে পিটিয়ে ও বৈদ্যুতিক শক দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। 

মুহাম্মদ মামুন উদ্দিন খুরুশকুল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কোনারপাড়া এলাকার জেলে নবিউল হকের ছেলে। সে পেশায় একজন হোটেল বয় ছিলো।

 

রোববার (০৪ নভেম্বর) রাতে খুরুশকুলের কোনারপাড়ার পালপাড়া বাজারের জাকের হোসেন বাক্কুর গ্যারেজে এ ঘটনা ঘটে।

নিহত মামুনের মা হাজেরা বেগম বাংলানিউজকে জানান, মামুন কক্সবাজার শহরের বাজারঘাটা এলাকার একটি হোটেলে বয়ের কাজ করতো। কাজ শেষে রোববার দুপুর ২টার দিকে সে বাড়িতে আসে। এরপর মামুন তার সমবয়সী প্রতিবেশী মো. আলম মাঝির ছেলে আব্বাস উদ্দিন, নবাব মিয়া, মৃত সোলতান আহমদের ছেলে কাজল ও ফরিদ আলমের ছেলে নুরুল হুদা মিলে একটি টমটম নিয়ে পার্শবর্তী পিএমখালীতে বেড়াতে যায়।

সেখানে তারা শিবুল ডাকাত বাহিনীর কবলে পড়ে। ওই বাহিনী তাদের টমটমসহ আটকে রাখে। একপর্যায়ে মামুন কৌশলে বাঁধন খুলে পালিয়ে আসে। পরে ডাকাতরা টমটমটি রেখে দিয়ে বাকিদেরও ছেড়ে দেয়।
 
পরে তারা ফিরে এসে মামুনকে ঘটনার জন্য দায়ী করে এবং তাকে ধরে টমটম মালিক জাকের হোসেন বাক্কুর গ্যারেজে নিয়ে গিয়ে বেঁধে রেখে অমানুষিক নির্যাতন চালায়। মারধরের একপর্যায়ে মামুন অজ্ঞান হয়ে গেলে তাকে বৈদ্যুতিক শক দেওয়া হয়।

ছেলেকে বাঁচাতে এগিয়ে গেলে তাকেও লাথি-ঘুষি দিয়ে মাটিতে ফেলে দেয় মারধরকারীরা। এরপরও তাদের হাতপায়ে ধরে মামুনকে স্থানীয়দের সহযোগিতায় কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। কিন্তু সেখানে নেওয়ার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খুুশকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জসিম উদ্দিন বলেন, ঘটনাটি অমানবিক ও দুঃখজনক। অন্য এলাকার একজন অপরাধী কারও একটি টমটম আটকে রাখার অপরাধে একজন কিশোরকে দায়ী করে এভাবে প্রহার ও মেরে ফেলা কোনো মতেই সমর্থনযোগ্য নয়। আমরা চাই হত্যায় জড়িতদের উপযুক্ত শাস্তি হউক।  

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন খন্দকার বাংলানিউজকে জানান, খবর পেয়ে রাতে মরদেহটি উদ্ধার করে ময়না-তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশি অভিযান চলছে।

বাংলাদেশ সময়: ১১৫৯ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।