গত রোববার (৪ নভেম্বর) বিকেলে নিজেদের বাড়ি থেকে ছেলে ও তার বউকে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ তুহিনের বাবা বিএডিসির অবসরপ্রাপ্ত কর্মচারী মফিজ উদ্দিন সরকারের।
তিনি বাংলানিউজের কাছে অভিযোগ করেন, রোববার বিকেলে আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে সাদা পোশাকধারী কিছু নারী ও পুরুষ তুহিন ও তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে যায়।
মফিজ উদ্দিন সরকার জানান, তার তিন ছেলের মধ্যে সবার ছোট তুহিন এসএসসি পাস করে সংসার দেখাশোনা করছেন। বড় ছেলে সেনাসদস্য, অপর ছেলে একটি প্রাইভেট স্কুলে শিক্ষকতা করেন। তুহিন কোনো খারাপ কাজে জড়িত নন।
তিনি তুহিন ও তার স্ত্রীকে পরিবারের কাছে ফেরত দিতে জোর দাবি জানান।
এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী সাখাওয়াত হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বাংলানিউজকে বলেন, তুহিন ও তার স্ত্রীকে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে তুলে নেওয়ার বিষয়টি আমাদের জানা নেই।
বাংলাদেশ সময়: ০৫৩৫ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৮
এইচএ/