ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মোহাম্মদপুরে গ্যাসের আগুনে দগ্ধ দম্পতির একজনের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩০ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৮
মোহাম্মদপুরে গ্যাসের আগুনে দগ্ধ দম্পতির একজনের মৃত্যু ঢামেক হাসপাতালের বার্ন ইউনিট (ফাইল ফটো)

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরের নবীনগর হাউজিংয়ের ১৩ নম্বর রোডের একটি টিনশেড বাসায় গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে আগুন লাগার ঘটনায় দগ্ধ দম্পতির একজনের মৃত্যু হয়েছে। নিহতের নাম সাইফুল ইসলাম রুবেল (২৬)।

মঙ্গলবার (৬ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আগুনে সাইফুলের শরীরের ৯৭ শতাংশ পুড়ে গেছে।

এর আগে মঙ্গলবার ভোরে নবীনগর হাউজিংয়ের ১৩ নম্বর রোডের একটি টিনশেড বাসায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ হন সাইফুল ইসলাম রুবেল ও তার স্ত্রী সাজনা বেগম (১৮)। আগুনে সাজনা বেগমের শরীরের ৭৫ শতাংশ পুড়ে গেছে। তিনিও ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন।

দগ্ধ সাইফুলের ভাই এখলাস জানান, তিনি ও তার ভাই-ভাবি নবীনগর হাউজিংয়ের ওই বাসায় পাশাপাশি দু’টি ঘরে ভাড়া থাকেন। ভোরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে তার ভাইয়ের ঘরে আগুন লেগে যায়। এতে তার দু’জনেই দগ্ধ হন। তাৎক্ষণিকভাবে দরজা ভেঙে তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

তিনি আরও বলেন, সাইফুল হাউজিংয়ের গরুর ফার্মের ম্যানেজার হিসেবে কাজ করতেন। তাদের গ্রামের বাড়ি ভোলার লালমোহনের বদরপুরে।

চিকিৎসকদের বরাত দিয়ে ঢামেক পুলিশ ক্যাম্পের ‌উপ পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, সাইফুলের শরীরে ৯৭ শতাংশ পুড়ে যাওয়ায় তার মৃত্যু হয়েছে। তার স্ত্রীর শরীরেও ৭৫ শতাংশ পুড়ে গেছে। তিনি চিকিৎসাধীন রয়েছেন।

** গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন, স্বামী-স্ত্রী দগ্ধ

বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৮
এজেডএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ