সাভারে ডিজিএফআই এর ক্যাপ্টেন পরিচয় দিয়ে অর্থ আদায়ের অভিযোগে ৪ জন প্রতারককে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা।
মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে সাভারের পুলিশ টাউন এলাকা থেকে তাদের আটক করে পুলিশের হাতে হস্তান্তর করা হয়।
আটককরা হলেন- গোপালগঞ্জের নিতাই মন্ডলের ছেলে হাবিব (৫০), যশোরের মৃত সামাদ বিশ্বাসের ছেলে মিজান (৫৫), মিরপুর কালাপানি এলাকার মৃত জমির আলীর ছেলে (ড্রাইভার) মোঃ নাছির (৩৫) ও নড়াইল সদর এলাকার শাকিল শিকদারের ছেলে ও সাংবাদিক কাদের সিকদার (৪২)। এঘটনায় দলনেতা ইয়াজ উদ্দিন মন্টু ও তার সহযোগী মানিক মিয়া পলাতক রয়েছেন।
ভুক্তভোগীরা আব্দুল কাইয়ুম বলেন, ডিজিএফআইএর ক্যাপ্টেন পরিচয় দিয়ে মিজান আমার কাছে ১ লাখ টাকা দাবি করেন। পরে আমার ছেলেকে ধরে নিয়ে যাওয়ার ভয়ভীতি দেখিয়ে ১০ হাজার টাকা নেয়। তবে বাকি টাকা দেওয়ার জন্য ১ সপ্তাহ সময় বেধে দেয়।
অপর ভুক্তভোগী শামীম বলেন, আমার একটি অটোরিকশার গ্যারেজ আছে। আমি অটোরিকশা কেন চালাই সেজন্য আমার কাছে ৫ লাখ টাকা দাবি করে চক্রের সদস্যরা। তারা ডিজিএফআইয়ের সদস্য ও ক্যাপ্টেন পরিচয় দিয়েছেন।
সাভার ট্যানারি ফাঁড়ির ইনচার্জ সিরাজুল ইসলাম সবুজ বাংলানিউজকে বলেন, প্রতারণা করে সাধারণ মানুষের কাছে অর্থ আদায়ের অভিযোগে স্থানীয়রা ৪ জন ডিজিএফআইয়ের পরিচয় দেওয়া প্রতারককে স্থানীয়দের সহযোগীতায় আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ডিজিএফআইয়ের ভুয়া পরিচয়পত্রসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। এঘটনায় আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২৪
এমএম