ঢাকা, সোমবার, ১৪ আশ্বিন ১৪৩২, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

এনবিআরের পরামর্শক কমিটি বিলুপ্ত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:৩৭, সেপ্টেম্বর ২৯, ২০২৫
এনবিআরের পরামর্শক কমিটি বিলুপ্ত

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভাগ ও সংস্কার নিয়ে সতর্কবার্তার পরপরই সংস্থার সংস্কারবিষয়ক পরামর্শক কমিটি সরকার বিলুপ্ত করেছে।

রোববার (২৮ সেপ্টেম্বর) অভ্যন্তরীণ সম্পদ বিভাকের উপসচিব বিভীষণ কান্তি দাশ সই করা  প্রজ্ঞাপনের মাধ্যমে কমিটির কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করা হয়।

এনবিআর-এর সংস্কার নিয়ে আগের দিন শনিবার (২৭ সেপ্টেম্বর) পরামর্শক কমিটির এক সদস্য  ‌‌‌অধ্যাদেশ অনুযায়ী সংস্থাটিকে দুটি ভাগে— রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা ভাগ করলে তা জাতির জন্য ‘ভয়ংকর পরিস্থিতি’ সৃষ্টি করতে পারে-এমন মন্তব্যের পর পরামর্শক কমিটির বিলুপ্তির ঘটনা ঘটলো।

পরামর্শক কমিটির ওই সদস্য ও এনবিআর-এর সাবেক সদস্য ফরিদ উদ্দিন বলেন, ‌‌‌‘আমরা কমিটি থেকে যে সুপারিশ দিয়েছি, তা সেভাবে বাস্তবায়িত হয়নি। যদি ভুলভ্রান্তি কোনও বিদ্বেষ থেকে বা অযাচিতভাবে করা হয়, তাহলে পরিস্থিতি ভয়ংকর হবে। ’

গত বছরের ৯ অক্টোবর এনবিআরের সংস্কার ও রাজস্ব নীতি উন্নয়নের জন্য এ পরামর্শক কমিটি গঠিত হয়েছিল। মূল উদ্দেশ্য ছিল— সংস্থার প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধি, রাজস্ব নীতি ও প্রশাসন সংস্কার, শুদ্ধাচার ও সুশাসনের কাঠামো তৈরি, নাগরিক যোগাযোগ এবং অংশীজন সম্পৃক্ততা বাড়ানো। তবে সংস্থাকে দুটি ভাগে করার বিষয়টি কমিটির মূল কাজের মধ্যে ছিল না।

চলতি বছরের ১২ মে রাতের মধ্যেই সরকার ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫’ জারি করে এনবিআরের কার্যক্রম পৃথক করে। এর পরের দিন থেকেই কর্মীরা অবস্থান, কলমবিরতি ও কর্মবিরতির মতো কর্মসূচি শুরু করে।

ওই আন্দোলনের সময়েও রাজস্ব বোর্ডের বিক্ষুব্ধ কর্মকর্তারা অভিযোগ করে পরামর্শক কমিটি যে সুপারিশ করেছিল এনবিআর বিভক্ত করতে অধ্যাদেশে তার প্রতিফলন হয়নি। অনেকটা স্বেচ্ছাচারীভাবে এনবিআরকে দুটি বিভাগে বিভক্ত করা হচ্ছে। তারা এনবিআর চেয়ারম্যানের পদত্যাগ দাবি করে।

এরপর এনবিআর-এর কমকর্তাদের আন্দোলনের এক পর্যায়ে আন্দোলনে অংশ নেওয়া কর্মকর্তা এনবিআর সদস্যসহ অনেককে বরখাস্ত করে, স্মরণকালের বদলি করা হয় এ সময়ে। এনবিআরে কর্মকর্তাদের মধ্যে সেই ভীতি ও চাপা ক্ষোভ এখনো রয়ে গেছে।  

এনবিআর-এর কর্মকর্তাদের আন্দোলনের সময়ে পরামর্শক কমিটির পক্ষ থেকে কোনো মন্তব্য করেনি। এরপর শনিবার (২৭ সেপ্টেম্বর) কমিটির দুই সদস্য ফরিদ উদ্দিন ও এনবিআর-এর সাবেক চেয়ারম্যান মজিদ এনবিআর বিভক্ত করা নিয়ে কড়া মন্তব্য করেন। এরপর পরই পরামর্শক কমিটি বাতিল করা হলো।  

জেডএ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।