ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কিডনি হারানো রওশনের মৃত্যুতে অভিযুক্তদের গ্রেফতার দাবি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৯ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৮
কিডনি হারানো রওশনের মৃত্যুতে অভিযুক্তদের গ্রেফতার দাবি রওশন আরা বেগম (ফাইল ছবি)

ঢাকা: চিকিৎসকদের ভুলে কিডনি হারানো রওশন আরা বেগমের মৃত্যুর জন্য দায়ী চিকিৎসক ও অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানিয়েছে চলচ্চিত্র পরিবার। পাশাপাশি অভিযুক্ত চিকিৎসক অধ্যাপক ডা. হাবিবুর রহমান দুলালসহ তার সহযোগীদের আইনের আওতায় এনে গ্রেফতার না করা পর্যন্ত আন্দোলন চলবে বলেও হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৬ নভেম্বর) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের মান্না ডিজিটাল কমপ্লেক্সের অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে চলচ্চিত্র পরিচালক রফিক সিকদারের মা রওশন আরা বেগমকে হত্যা করা হয়েছে বলে দাবি করে চলচ্চিত্র পরিষদ। এ ঘটনার বিচার দাবি করে চলচ্চিত্র পরিবারের পক্ষ থেকে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে চিত্রনায়ক ফারুক এই ঘোষণা দেন।

তাছাড়া এ ঘটনায় শনিবার (১০ নভেম্বর) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিচার চাইবে চলচ্চিত্র পরিবার। এ উপলক্ষে ওইদিন মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন চিত্রনায়ক ফারুক। এছাড়া অভিযুক্তদের গ্রেফতারের আগ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। আর এটি এই দাবিতে আন্দোলনের প্রথম কর্মসূচি।

চলচ্চিত্র পরিবারের এই দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে নাট্য পরিচালকদের সংগঠন ডিরেক্টরস গিল্ড ও অভিনয় শিল্পী সংঘ।

চলচ্চিত্র পরিষদের সংবাদ সম্মেলন-ছবি-বাংলানিউজবাম পাশের কিডনি জটিলতার কারণে গত ২৬ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি করানো হয় রওশন আরাকে। তার ছেলে রফিকের দাবি, হাসপাতালে বেশ কিছু পরীক্ষা করানোর পর গত ৫ সেপ্টেম্বর অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। হাসপাতালের ইউরোলজি বিভাগের চিকিৎসকরা বাম পাশের কিডনি রাখতে চাননি। বাম কিডনি তখন কিছুটা কাজ করছিল। আর ডান পাশের কিডনি পুরোপুরি ভালো ছিল।
 
তখন অন্য হাসপাতালে নেওয়া হলে সিটি স্ক্যানে ধরা পড়ে তার শরীরে কোনো কিডনি নেই। বিষয়টি গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর ঘটনা তদন্তে বিএসএমএমইউ কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি ও পরবর্তী চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করে।

বিএসএমএমইউর আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ৩১ অক্টোবর রাতে মারা যান রওশন আরা।

সোমবার (৫ নভেম্বর) বিএসএমএমইউতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘটনায় গঠিত তদন্ত কমিটি জানানো হয়, অস্ত্রোপচারের সময় সার্জনরা রক্তক্ষরণের কারণে হয়তো বুঝতে পারেননি। তবে এটি গাফিলতি, অজ্ঞতা নাকি তাৎক্ষণিক অবস্থার পরিপ্রেক্ষিতে সেটি পরবর্তী কমিটি সিদ্ধান্ত নেবে। তবে এক্ষেত্রে গাফিলতি বা অজ্ঞতার প্রমাণ পাওয়া গেলে অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের ব্যবস্থা করা হবে।  

এর আগে অস্ত্রোপচার করা সেই চিকিৎসক অধ্যাপক ডা. হাবিবুর রহমান দুলাল কিডনি অপসারণের বিষয়টি অস্বীকার করেছিলেন।

বাংলাদেশ সময়: ০৩৫৯ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৮
জেআইএম/এমএএম/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ