বুধবার (০৭ নভেম্বর) সকালে বাংলাদেশ-কোরিয়া প্রশিক্ষণ কেন্দ্রে ঢাকা টেকনিক্যাল টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মো. সেলিম রেজার সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব রৌনক জাহান, অতিরিক্ত ড. আহমেদ মনিরুর সালেহীন, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের রিজওয়ানাল অফিসার নাসিস সুলায়মান।
প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৯৮ কোটি ৬৮ লাখ টাকা। এ প্রকল্পের আওতায় থাকছে একাডেমিক ভবন নির্মাণ, নারী, পুরুষ পৃথক টিচার্স ডরমেটরি, অফিসার্স কোয়াটার, স্টাফ কোয়াটার, ট্রেনিং যন্ত্রপাতি, যানবাহন, রিসার্স, ওয়েব বেইসড-ই-লার্নিং অ্যান্ড এমআইএস প্রকল্প।
বাংলাদেশ সময়: ১২৫১ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৮
এসএম/এসএইচ