শুক্রবার (৯ নভেম্বর) ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন তারামন বিবি একটু-আধটু কথা বলতে পারছেন বলে জানিয়েছেন তার ছেলে আবু তাহের। এর আগে ময়মনসিংহ সিএমএইচে থাকতে তিনি কথা বলতে পারছিলেন না।
বাংলানিউজকে তাহের বলেন, মা একটু-আধটু কথা বলতে পারলেও আজকে শারীরিক অবস্থা আগের চেয়ে একটু অবনতি হয়েছে। চিকিৎসার নিয়ম এখানে কড়াকড়ি হওয়ায় আমি ভেতরে যেতে পারছি না। একবার দেখেছিলাম তিনি আইসিইউতে চিকিৎসাধীন। এখানে আসার পর তার ডায়াবেটিস পরীক্ষা, হার্টের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও বুকের এক্সরে করানো হয়েছে।
এ সময় তিনি দেশবাসীর কাছে তার মায়ের শুভকামনায় দোয়া প্রার্থনা করেছেন।
এর আগে বৃহস্পতিবার (৮ নভেম্বর) বিকেল ৫টা ৪০ মিনিটে হেলিকপ্টারে করে তারামন বিবিকে ময়মনসিংহ সিএমএইচ থেকে ঢাকা সিএমএইচে আনা হয়।
মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত তারামন বিবি বৃহস্পতিবার সকালে কুড়িগ্রামের বাড়িতে অসুস্থ হয়ে পড়লে তাকে সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে ময়মনসিংহ সিএমএইচে নেওয়া হয়। সেখানে ঘণ্টাতিনেক থাকার পর অবস্থার কোনো উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা সিএমএইচে পাঠানোর সিদ্ধান্ত হয়।
দীর্ঘদিন শ্বাসকষ্ট, কাশি ও ডায়াবেটিসে ভুগছেন এ বীর নারী।
বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৮
এমএএম/আরবি/