শুক্রবার (০৯ নভেম্বর) সকালে উপজেলার মধুপুর গ্রাম থেকে মরদেহ উদ্ধার করা হয়। সোহেল ওই গ্রামের হেলাল প্রামাণিকের ছেলে।
পাবনা আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান পরিবারের বরাত দিয়ে বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার (০৮ নভেম্বর) সন্ধ্যায় সোহেল ব্যক্তিগত কাজের কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। সকালে স্থানীয়রা মধুপুর মাদরাসা সংলগ্ন মাঠে সোহেলের মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) সদর সার্কেল ইবনে মিজান ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। নিহতের গলায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তবে কারা কি কারণে তাকে হত্যা করেছে তা জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা তদন্ত করছে। অভিযোগ পেলে খুনিদের আইনের আওতায় আনা হবে বলেও জানান এএসপি ইবনে মিজান।
বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৮
আরআইএস/