ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে ৩ জেএমবি সদস্য আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৮
দিনাজপুরে ৩ জেএমবি সদস্য আটক আটক জঙ্গি সদস্যরা। ছবি: বাংলানিউজ

দিনাজপুর: দিনাজপুরে ওয়ান শুটার গান, গুলি ও বিস্ফোরক দ্রব্যসহ শীর্ষ জঙ্গি রাজীব গান্ধীর তিন সহযোগী জেএমবি সদস্যকে আটক করেছে পুলিশ।
 

শুক্রবার (০৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় দিনাজপুর পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার (এসপি) সৈয়দ আবু তায়েম সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি জানান।

বৃহস্পতিবার (৮ নভেম্বর) রাতে দিনাজপুর শহরের রাজবাটি সুখসাগরের পূর্বপাড়া থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- খানসামা উপজেলার পূর্ব বাসুলিয়া গ্রামের মৃত ওসমান আলীর ছেলে মো. আব্বাস আলী (৭০), কাহারোল উপজেলার বলেয়া পূর্বপাড়ার মো. নুরুল ইসলামের ছেলে মো. আব্দুর রহমান ওরফে পিন্টু (২৩) ও নীলফামারী জেলার সদর উপজেলার গোলাম মোস্তফার ছেলে মো. আব্দুর রহমান ওরফে বাবু (৩০)।
 
সৈয়দ আবু তায়েম জানান, বৃহস্পতিবার রাতে সুখসাগরের পূর্ব পাড়ে গোপন বৈঠক করাকালীন সময় তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি সাড়ে ৯ ইঞ্চি লম্বা ওয়ান শুটার গান, পাঁচ রাউন্ড রাইফেল গুলি, চারটি লাল কসটেপ, ছয়টি ইলেকট্রিক সুইচ, একটি তাতাল, ইলেকট্রিক তার, পাঁচটি ইলেকট্রিক সার্কিট, পাঁচটি ব্যাটারি, ২০০ গ্রাম বারুদ, ৫০০ গ্রাম ধুপ, দেড় কেজি কাঁচের টুকরা, ২৫টি জিহাদী লিফলেট উদ্ধার করা হয়।  

তিনি আরও জানান, আটকরা ঢাকার গুলশানে হলি আর্টিজানে হামলার আসামি ও উত্তরবঙ্গের জেএমবির সামরিক কমান্ডার রাজিব গান্ধীর সহযোগী। এছাড়াও তারা দিনাজপুর শহরের সুইহারী মির্জাপুর বিআরটিসি বাস ডিপোর্টর সামনে ইতালীয় নাগরিক ডা. পিরো প্যারোলারি, কাহারোলে ইসকন মন্দিরে জঙ্গি হামলার সঙ্গে জড়িত।

বাংলাদেশ সময়: ১৩৩৪ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।