শনিবার (১০ নভেম্বর) ইউএই’র উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন সেনাপ্রধান। সফর শেষে তিনি ১৪ নভেম্বর (বুধবার) দেশে ফিরবেন।
সফরকালে তিনি ইউএই’র সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ ও ল্যান্ড ফোর্সেস কমান্ডারের সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন। এছাড়াও সেনাপ্রধান আল-হামরা কম্ব্যাট ট্রেনিং সেন্টার পরিদর্শন করবেন।
জেনারেল আজিজ আহমেদ প্রথম বাংলাদেশি সেনাপ্রধান যিনি সংযুক্ত আরব আমিরাত সশস্ত্র বাহিনীর আমন্ত্রণে সফরে যাচ্ছেন।
সেনাপ্রধানের এ সফরের মধ্য দিয়ে দু’দেশের সেনাবাহিনীর মধ্যে দ্বিপাক্ষীক সর্ম্পক উন্নয়ন ও প্রশিক্ষণ সহায়তার বিষয়গুলো আরও বেগবান হবে।
বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৮
এএটি