ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাড়ে ১১ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা নারী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৯ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৮
সাড়ে ১১ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা নারী আটক

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ উপজেলায় ১১ হাজার ৬৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ খুরশিদা বেগম নামে এক রোহিঙ্গা নারীকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যরা। এসময় তার কাছ থেকে মাদক বিক্রির এক লাখ সাত হাজার টাকা জব্দ করা হয়েছে।

শুক্রবার (৯ নভেম্বর) দুপুরে উপজেলার জাদিমুরা এলাকায় অভিযান চালিয়ে ওই নারীকে ইয়াবাসহ আটক করা হয়।

র‍্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মেহেদী হাসান বাংলানিউজকে জানান, গোপন সূত্রে খবর পেয়ে র‍্যাবের একটি দল জাদিমুরার জিনজিরা পাড়ায় খুরশিদা ভাড়া বাসায় অভিযান চালায়।

এসময় তার স্বামী জয়নাল র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে ১১ হাজার ৬৯০ পিস ইয়াবা ও মাদক বিক্রির এক লাখ সাত হাজার টাকাসহ মাদকবিক্রেতা খুরশিদাকে আটক করা হয়।

খুরশিদা তার স্বামীসহ টেকনাফ লেদা রোহিঙ্গা ক্যাম্পের ‘ডি’ ব্লকে নিবন্ধিত হলেও তারা ভাড়া বাসায় থেকে ইয়াবা বিক্রি চালিয়ে আসছিল বলেও জানান র‍্যাবের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।