ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঢাকার সঙ্গে রংপুর-দিনাজপুরের রেল যোগাযোগ বন্ধ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৫ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৮
ঢাকার সঙ্গে রংপুর-দিনাজপুরের রেল যোগাযোগ বন্ধ  লাইনচ্যুত রংপুর এক্সপ্রেস। ছবি: বাংলানিউজ

নওগাঁ: নওগাঁর আত্রাই উপজেলার শাহাগোলা নামক স্থানে রংপুর এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। ফলে বন্ধ রয়েছে ঢাকার সঙ্গে রংপুর-দিনাজপুরের রেল যোগাযোগ।

শুক্রবার ( ৯ নভেম্বর ) বিকেলে ট্রেনটি লাইনচ্যুত হয়।  

আহসানগঞ্জ স্টেশন মাস্টার ছাইফুল ইসলাম বাংলানিউজকে জানান, বিকেলে রংপুর এক্সপ্রেস ট্রেনটি ১৩টি বগি নিয়ে ঢাকা থেকে রংপুরের উদ্দেশে ছেড়ে যায়।

পথে আত্রাই উপজেলার শাহাগোলা নামক স্থানে পৌঁছালে ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনার পর থেকে ঢাকার সঙ্গে রংপুর ও দিনাজপুরের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।  

খবর পেয়ে রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ করছে। কয়েক ঘণ্টার মধ্যই ট্রেন চলাচল স্বাভাবিক করা যাবে বলে আশা করা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।