শনিবার (১০ নভেম্বর) ভোরে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট চার নম্বর ব্রিজের এলাকায় দুর্ঘটনা ঘটে।
আহতদের সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক (ডিএডি) মো. আব্দুল হামিদ বাংলানিউজকে জানান, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী পিংকি পরিবহন ও ওরিন পরিবহনের দু’টি বাস গতির পাল্লা দিয়ে যাচ্ছিল। পথে ওই ব্রিজের কাছে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে সাইড দিতে গিয়ে বাস দু’টির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে পিংকি পরিবহনের বাসটি ব্রিজের নিচে পানিতে পড়ে যায় এবং ওরিন পরিবহনের বাসটি রাস্তার পাশের একটি গাছে ধাক্কা খায়। দুর্ঘটনায় দুই বাসের অন্তত ২০ যাত্রী আহত হন।
খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে ভর্তি করে।
বাংলাদেশ সময়: ০৫৪৬ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৮
এসআই