ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আ’লীগ সরকার চায় ৫১ শতাংশ তরুণ: জরিপ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৮ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৮
আ’লীগ সরকার চায় ৫১ শতাংশ তরুণ: জরিপ নির্বাচন সংক্রান্ত গবেষণার ফলাফল প্রকাশ করা হচ্ছে

ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্রিক নতুন ভোটারদের ভাবনা নিয়ে পরিচালিত এক জরিপের ফলাফলে দেখা গেছে, ৫১ দশমিক ৩ শতাংশ তরুণ ভোটাররা বর্তমান সরকারকে পুনরায় নির্বাচিত করতে চান। 

গবেষণা ও কমিউনিকেশন স্ট্যাটেজি ডেভেলপমেন্ট বিষয়ক প্রতিষ্ঠান কলরেডি'র এক জরিপে এমন তথ্য উঠে এসেছে।

শনিবার (১০ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) গবেষণা প্রতিষ্ঠানটি আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, ৩০ দশমিক ২ শতাংশ বর্তমান সরকারকে চায় না।

১৮ দশমিক ৫ শতাংশ এখনো সিদ্ধান্ত গ্রহণ করেনি।  

এছাড়া ৬৮ দশমিক ৩ শতাংশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মকাণ্ডে সন্তুষ্ট।  জরিপে অংশ নেয়াদের মধ্যে ৫৩ দশমিক ৫ শতাংশ মনে করেন আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে।  

গবেষণার ফলাফল নির্ধারণ করা হয়েছে এক হাজার ১৮৬ জনের মতামতের ভিত্তিতে। যাদের বয়স ছিলো ১৮ থেকে ২৪ বছরের। এদিকে গবেষণা প্রতিষ্ঠান জানিয়েছে ৮০ লাখ থেকে ১ কোটি তরুণ ভোটার রয়েছে।

জরিপ পরিচালিত হয়েছে রাজধানীর ১০টি বিশ্ববিদ্যালয় ও রাজধানীর বাইরের ১১টি বিশ্ববিদ্যালয়ে। মোট ১২টি জেলায় গবেষণা পরিচালিত হয়।  

এরমধ্যে বরিশালে অংশ নেন ৬৪ জন, যার মধ্যে বর্তমান সরকারকে চায় ৪৮ দশমিক ৪ শতাংশ; পরিবর্তন চায় ৩৪ দশমিক ৪ শতাংশ।  

চট্টগ্রামে অংশ নেন ২০২ জন, যার মধ্যে বর্তমান সরকারকে চায় ৫৩ দশমিক ৫ শতাংশ; পরিবর্তন চায় ২৮ দশমিক ৭ শতাংশ।  

ঢাকাতে অংশ নেন ৩০৫ জন, যার মধ্যে বর্তমান সরকারকে চায় ৪৬ দশমিক ৬ শতাংশ; পরিবর্তন চায় ২৮ দশমিক ২ শতাংশ।  

খুলনাতে অংশ নেন ৯৯ জন, যার মধ্যে বর্তমান সরকারকে চায় ৫১ দশমিক ৫ শতাংশ; পরিবর্তন চায় ৩৮ দশমিক ৪ শতাংশ।  

ময়মনসিংহে অংশ নেন ৯১ জন, যার মধ্যে বর্তমান সরকারকে চায় ৭২ দশমিক ৫ শতাংশ; পরিবর্তন চায় ২০ দশমিক ৯ শতাংশ।  

রংপুরে অংশ নেন ৯৯ জন, যার মধ্যে বর্তমান সরকারকে চায় ৫০ দশমিক ৫ শতাংশ; পরিবর্তন চায় ২৩ দশমিক ২ শতাংশ।  

রাজশাহীতে অংশ নেন ১৭ জন, যার মধ্যে বর্তমান সরকারকে চায় ৪৩ দশমিক ৯ শতাংশ; পরিবর্তন চায় ৪৩ দশমিক ৯ শতাংশ।  

সিলেটে অংশ নেন ৫৩ জন, যার মধ্যে বর্তমান সরকারকে চায় ৬২ দশমিক ৩ শতাংশ; পরিবর্তন চায় ১১ দশমিক ৩ শতাংশ।  

তরুণদের কোটা সংস্কার ও নিরাপদ সড়ক দাবিতে সরকারের মোকাবেলার প্রভাব নির্বাচনে পড়বে কিনা? সংবাদ সম্মেলনে এমন এক প্রশ্নের জবাবে গবেষক ড. আবুল হাসনাত মিল্টন বলেন, নিরাপদ সড়কের বিষয়ে সরকারের উপর অসন্তুষ্ট ২ দশমিক ৫ শতাংশ। আর কোটা সংস্কার আন্দোলনের ফলে অসন্তুষ্ট ২ দশমিক ৮ শতাংশ।  

তিনি বলেন, তরুণ প্রজন্ম উন্নয়ন চায়। তারা দুর্নীতি মুক্ত থাকতে চায়।

তবে তরুণ ভোটারদের মধ্যে ৮০ শতাংশ রাজনীতি অপছন্দ করে বলে জানান তিনি।  

গবেষণা করা প্রতিষ্ঠানের কোন নিবন্ধন নেই। এ প্রতিষ্ঠান নিবন্ধন নেওয়ার চেষ্টা করছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের এক গবেষক কাজী আহমেদ।  

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন কলেরেডির চিফ অপারেটিং অফিসার আজাদ আবুল কালাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৮
এমএএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।