শনিবার (১০ নভেম্বর) সকাল ১০টা থেকে ২টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ৭৩ জন সদস্য ভোটাধিকার প্রয়োগ করেন।
প্রকাশিত ফলাফলে জানা যায়, সভাপতি সাজেদ রহমান ৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী সাজ্জাদ গণি খান রিমন ২১ ভোট ও আবদুল ওয়াহাব মুকুল ১৭ ভোট পেয়েছেন। সহ-সভাপতি পদে প্রণব দাস ৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রদীপ ঘোষ পেয়েছেন ৩৪ ভোট।
সাধারণ সম্পাদক পদে হাবিবুর রহমান মিলন ৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী শিকদার খালিদ পেয়েছেন ২৩ ভোট। যুগ্ম সম্পাদক পদে রেজাউল করিম রুবেল ৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী এসএম আরিফ ২২ ভোট পেয়েছেন।
কোষাধ্যক্ষ পদে মারুফ কবীর ৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ডিএইচ দিলশান পেয়েছেন ৩০ ভোট। নির্বাহী সদস্য দু’টি পদে জিয়াউল হক (৪০) ও শফিক সায়ীদ (৪০) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাদের প্রতিদ্বন্দ্বী মিরাজুল কবীর টিটো ১৮ ভোট ও ইমরান হাসান টুটুল ২১ ভোট পেয়েছেন।
বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৮
ইউজি/এসএইচ