শনিবার (১০ নভেম্বর) সকালে চেঙ্গী স্কোয়ারে মানবেন্দ্র নারায়ণ লারমার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এমএন লারমা গ্রুপ)। পরে মহাজন পাড়া এলাকায় একটি ক্লাবে স্মরণসভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, মানবেন্দ্র নারায়ণ লারমার (এমএন লারমা) আদর্শের পথ থেকে বিচ্যুত হয়ে একটি অংশ বিপথগামী হয়েছে। তারা ব্যক্তি স্বার্থে পুরো জুম্ম জনগণকে হুমকির মুখে ঠেলে দিয়েছে। পার্বত্য চট্টগ্রামে অস্থিতিশীল পরিস্থিতি কায়েম করেছে।
উদযাপন কমিটির আহ্বায়ক প্রফুল্ল কুমার চাকমার সভাপতিত্বে স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির রাজনীতি বিষয়ক সম্পাদক বিভূরঞ্জন চাকমা।
এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জনসংহতি সমিতির কেন্দ্রীয় তথ্য ও প্রচার সম্পাদক সুধাকর ত্রিপুরা, জেলা কমিটির সভাপতি অরুধ্যাপাল খীসা, সাধারণ সম্পাদক সিন্ধু কুমার চাকমা, ভারত প্রত্যাগত জুম্ম শরণার্থী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সন্তোষিত চাকমা বকুল, যুব সমিতিরি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক দীপু চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি সুমোধ চাকমা, রবি শংকর চাকমা প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৮
এডি/এইচএ/