শনিবার (১০ নভেম্বর) বিকেলে সংগঠনের নেতা-কর্মী ও এলাকার জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির কার্যালয় থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
মনোনয়ন ফরম নেওয়ার সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ফরিদুল আলম, মহিলা সম্পাদক মুসরাত জাহান মুন্নি, রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজ উল আলম, কক্সবাজার সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু তালেব, সাধারণ সম্পাদক মাহমুদুল করিম মাদু, কক্সবাজার বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট একরামুল হুদা, কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক রুস্তম আলী চৌধুরী প্রমুখ।
রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজ উল আলম জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত সরকারের উন্নয়ন সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন সাইমুম সরওয়ার কমল। আশা করি এসব কিছু বিবেচনা করে জনবান্ধব এ নেতাকে মনোনয়ন দেবে বাংলাদেশ আওয়ামী লীগ।
সাইমুম সরওয়ার কমল বাংলানিউজকে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে মাঠের কর্মী হিসেবে দীর্ঘ দিন ধরে কাজ করছি। আশা করি নেত্রী এসব কাজের মূল্যায়ণ করবেন।
বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৮
টিসি