নিখোঁজরা হলেন-কিশোরগঞ্জ জেলা কারাগারের কারারক্ষী ও গোপালগঞ্জ জেলার মকসুদপুর থানার প্রসন্নপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে মো. রাজু (২৫), তার স্ত্রী লিমা (২০)। শ্বশুরকে সঙ্গে নিয়ে গোপালগঞ্জ বেড়াতে যাচ্ছিলেন।
শিবচর থানা ও কাঁঠালবাড়ী ঘাট সূত্রে জানা গেছে, বিকেলে শিমুলিয়া ঘাট থেকে একটি স্পিডবোট ২৪ জন যাত্রী নিয়ে কাঁঠালবাড়ী ঘাটের উদ্দেশে ছেড়ে আসে। মাঝপদ্মায় আসার পর একটি ডাম্প ফেরির সঙ্গে ধাক্কা লেগে স্পিডবোটটি ডুবে যায়। এ সময় নদীতে সেনাবাহিনীর টহলবোট ২১ জনকে উদ্ধার করে। তবে এখনও তিন যাত্রী নিখোঁজ রয়েছে। ঘটনার পরপরই শিবচর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, পদ্মায় স্পিডবোট ডুবির ঘটনায় এখনো তিন যাত্রী নিখোঁজ রয়েছে বলে জানতে পেরেছি।
বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৮
আরএ