ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মণিরামপুরে এক ইউপি চেয়ারম্যানের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১০ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৮
মণিরামপুরে এক ইউপি চেয়ারম্যানের মৃত্যু

যশোর: যশোরের মণিরামপুর উপজেলার খেদাপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সরদার মুজিবুর রহমান (৫০) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

রোববার (১১ নভেম্বর) দিনগত রাত ৩টার দিকে খুলনা সিটি হসপিটালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মুজিবুর রহমান ২০১৬ সালের ২২ মার্চ অনুষ্ঠিত খেদাপাড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী হয়ে নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল আলিম জিন্নাকে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হন।

এরআগেও এ ইউনিয়নে চেয়ারম্যান ফারুকের মৃত্যুতে উপ-নির্বাচনে বিজয়ী হয়ে বছর খানেক দায়িত্ব পালন করেছেন মুজিবুর রহমান।

** যশোরে বিষাক্ত মদপানে দুই যুবকের মৃত্যু

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৬ নভেম্বর রাতে উপজেলার খেদাপাড়ায় কয়েকজন মিলে অতিরিক্ত মদপান করে অসুস্থ হয়ে পড়েন। রাতেই তাদের অবস্থা গুরুতর হলে চেয়ারম্যান মুজিবুর রহমানকে যশোর কুইন্স হসপিটালে এবং পলাশ সরকার ও পবিত্র মন্ডলকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (৯ নভেম্বর) রাতে পলাশ ও পবিত্র মন্ডলের মৃত্যু হয়।

একইদিন, মুজিবুর রহমানের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা সিটি হসপিটাল আইসিইউ'তে রাখা হয়েছিলো। সোমবার (১২ নভেম্বর) প্লেনে করে তাকে ঢাকায় নেওয়ার ব্যবস্থা করা হয়েছিলো। তবে রোববার রাতেই চেয়ারম্যান মুজিবুর রহমান মারা যান।

একই ঘটনায় অপর দু’জনের মৃত্যুর বিষয়ে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. মাজহারুল ইসলাম বাংলানিউজকে জানান, অতিরিক্ত অ্যালকোহল গ্রহণ করায় ওই ‍দুই যুবকের মৃত্যু হয়েছে। তবে এতে ‘পয়জন’ ছিলো কিনা তা ময়নাতদন্ত প্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে।  

যদিও চেয়ারম্যান মুজিবুর রহমানের মৃত্যু প্রসঙ্গে চিকিৎসকের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

স্থানীয়দের অভিযোগ, মণিরামপুরে বিভিন্ন চেতনানাশক ও স্পিরিট মিশিয়ে একটি চক্র মদ তৈরি করে। কোনো ধরনের পরীক্ষা ছাড়াই এই মদ চড়া মূল্যে বিক্রি করে চক্রটি। নিম্নমানের এসব বিষাক্ত মদপান করে এর আগেও একাধিক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৬
ইউজি/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।