সোমবার (১২ নভেম্বর) রাত ২টার দিকে উপজেলা সদরের শহীদ হেমায়েত উদ্দিন মাধ্যমিক বালিকা বিদ্যালয় সংলগ্ন চৌরাস্তা মোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুনে ক্ষতিগ্রস্তরা হলেন- সুমাইয়া স্টোরের আবুল লসকর, আফসানা স্টোরের শহীদ শিকদার এবং মিলন স্টোরের মো. মিলন এবং মুজাহিদের পানের দোকান।
খবর পেয়ে রাতেই মোল্লাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ সাঈদ মোমেন মজুমদার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী গোলাম কবির, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের ছেলে শেখ সারহান নাসের তন্ময়সহ স্থানীয় প্রশাসন ও আওয়ামী লীগের নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
ওসি কাজী গোলাম কবির বলেন, রাতে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়।
বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক সরদার মাসুদুর রহমান বাংলানিউজকে জানান, আগুন লাগার খবর পেয়ে বাগেরহাট ও গোপালগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে চারটি দোকান পুড়ে যায়।
এতে প্রায় সাড়ে তিন লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৮
জিপি