ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

হলি ফ্যামেলির অবসরপ্রাপ্তদের গ্র্যাচুয়িটির অর্থ দাবি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৬ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৮
হলি ফ্যামেলির অবসরপ্রাপ্তদের গ্র্যাচুয়িটির অর্থ দাবি মানববন্ধন, ছবি: বাংলানিউজ

ঢাকা: গ্র্যাচুয়িটির বকেয়া অর্থ এককালীন পাওয়ার দাবিতে মানববন্ধন করেছেন হলি ফ্যামিলির রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের অবসরপ্রাপ্ত চিকিৎসক, কর্মকর্তা, সেবিকা ও কর্মচারীরা।

মঙ্গলবার (১ ৩নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘হলি ফ্যামেলি রেড ক্রিসেন্ট হাসপাতালের গ্র্যাচুয়িটি বঞ্চিতদের সংগ্রাম কমিটি’র ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন থেকে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ১৬০ জন অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীর পাওনা ৩১ কোটি টাকা পরিশোধের দাবি জানানো হয়।

সংগ্রাম কমিটির সভাপতি ডা. সামসুদ্দিন আহমেদের নেতৃত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক অঞ্জলী গোমেজ, সহ-সাধারণ সম্পাদক আফজাল, অবসরপ্রাপ্ত চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীরা।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৮
এমএফআই/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।