মঙ্গলবার (১৩ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ ও আনন্দ মিছিল করেছে শিক্ষকরা। সংগঠনের সভাপতি বজলুর রহমান ও সাধারণ সম্পাদক কাওছার আলী এ সমাবেশ ও আনন্দ মিছিলের নেতৃত্ব দেন।
সমাবেশে বক্তারা বলেন, ২০১৫ সাল থেকে বেসরকারি শিক্ষক-কর্মচারীরা অষ্টম জাতীয় বেতন স্কেলের অন্তর্ভুক্ত হলেও পাঁচ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধি, ২০ শতাংশ বৈশাখী ভাতা,পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতার দাবিতে আন্দোলন করে আসছি। তার আলোকে গত ৮ নভেম্বর প্রধানমন্ত্রী বেসরকারি শিক্ষক-কর্মচারীদের জন্য বার্ষিক প্রবৃদ্ধি ও বৈশাখী ভাতা দেওয়ার ঘোষণা দিয়েছেন। তাই প্রধানমনন্ত্রীকে অভিন্দন ও শুভেচ্ছা জানাই। একই সঙ্গে ‘মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবি জানান বক্তারা।
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৮
এমএফআই/আরআইএস/