ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চাঁদপুরে হোটেলসহ ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৮ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৮
চাঁদপুরে হোটেলসহ ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি: বাংলানিউজ

চাঁদপুর: ব্যবসায়িক লাইসেন্স না থাকা ও নোংরা পরিবেশে খাবার বিক্রি করায় চাঁদপুর শহরের ৩টি খাবার হোটেল এবং একটি নিত্য সামগ্রী বিক্রয়কারী ব্যবসা প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৩ নভেম্বর) বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত শারমিন।

চাঁদপুর জেলা মার্কেটিং অফিসার এনএম রেজাউল ইসলাম বাংলানিউজকে বলেন, শহরের নতুন বাজার, বিপনীবাগ ও চিত্রলেখার মোড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

এ সময় নোংরা পরিবেশে খাবার বিক্রির কারণে নতুন বাজার ক্যাফে জীল হোটেলকে ৭ হাজার, চিত্রলেখার মোড়ে গাজী হোটেলকে ৮ হাজার টাকা, বিপনীবাগ রিজিক হোটেলকে ৫ হাজার টাকা এবং চিত্রলেখার মোড়ে স্যোশাল বাজার নামে একটি প্রতিষ্ঠানে মার্কেটিং লাইসেন্স না থাকায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত শারমিন বলেন, উল্লেখিত প্রতিষ্ঠানসহ আরো প্রতিষ্ঠানকে খাদ্যের মান ও পরিবেশ পরিষ্কার পরিচ্ছন রাখার জন্য মৌখিক নির্দেশনা দেওয়া হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।