ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

হবিগঞ্জে মুক্তিযোদ্ধার বাড়িতে ডাকাতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৮
হবিগঞ্জে মুক্তিযোদ্ধার বাড়িতে ডাকাতি ডাকাতিকালে তছনছ করা ঘরের আসবাব। ছবি: বাংলানিউজ

হবিগঞ্জ: হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের পশ্চিম সুলতানশী গ্রামে এক মুক্তিযোদ্ধার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।  ডাকাতরা নগদ ৮৫ হাজার টাকাসহ প্রায় আড়াই লাখ টাকার বিভিন্ন মালামাল লুটে নিয়ে গেছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

বুধবার (১৪ নভেম্বর) ভোর রাতে ওই গ্রামের মুক্তিযোদ্ধা ইউসুফ আলীর বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা মুক্তিযোদ্ধার ছেলে সুজন মিয়াকে বেঁধে রেখে মারধর করে।

লস্করপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান হিরো বাংলানিউজকে জানান, ভোর রাতে একদল ডাকাত ওই বাড়িতে ঢুকে সুজন মিয়াকে বেঁধে রেখে মারধর করে। পরে নগদ প্রায় ৮৫ হাজার টাকা এবং দুই ভরি স্বর্ণালঙ্কারসহ প্রায় আড়াই লাখ টাকার মালামাল নিয়ে চলে যায় ডাকাতদল।

এদিকে ডাকাতির ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। অবিলম্বে এ ব্যাপারে পদক্ষেপ নিতে প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এ ব্যাপারে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সহিদুর রহমান বাংলানিউজকে জানান, বিষয়টি সম্পর্কে আমরা এখনও অবগত নই। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ১০৪৩ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।