রোহিঙ্গা শিশু।
কক্সবাজার: রোহিঙ্গা আশ্রয়দাতা স্থানীয় জনগোষ্ঠীর ৮৮ হাজার ৫০০ শিশুকে শিক্ষিত করতে সহায়তা হিসেবে ১ কোটি ২০ লাখ ডলারের তহবিল বরাদ্দ দিচ্ছে ‘এডুকেশন ক্যানট ওয়েইট (ইসিডব্লিউ)’।
মঙ্গলবার (১৩ নভেম্বর) দিনগত রাতে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ইউনেস্কোর প্রতিনিধি বিয়াট্রিস কালদুন বলেন, ইসিডব্লিউর সহায়তা শিক্ষার মান বাড়াতে সাহায্য করবে।
উন্নত পাঠ্যসূচি ও শিক্ষা উপকরণসহ আমরা আরো অনেক শিক্ষককে প্রশিক্ষণ দেবো।
ইসিডব্লিউর পরিচালক ইয়াসমিন শেরিফ বলেন, ২০১৭ সালের শুরুর দিকে এডুকেশন ক্যানট ওয়েইট জরুরিভিত্তিতে প্রথম যে বিনিয়োগ করেছিল তারই ধারাবাহিকতায় এ তহবিল দিচ্ছে।
বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৮
এএটি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।