বুধবার (১৪ নভেম্বর) ভোর ৫টার দিকে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রাম অভিমুখী ওই মালবাহী ট্রেনের বগিগুলো লাইনচ্যুত হওয়ার বেশ কয়েকঘণ্টা পর হাইড্রোলিক মেশিন দিয়ে তা সরিয়ে নেওয়া হয়।
ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন বাংলানিউজকে জানান, হাইড্রোলিক মেশিন দ্বারা লাইনচ্যুত ট্রেনের চার বগি সরিয়ে কমলাপুরে নেওয়া হয়েছে।
এর আগে বুধবার ভোর ৫টার দিকে মালবাহী ওই ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
কমলাপুর স্টেশন ম্যানেজার সিতাংশু চক্রবর্ত্তী বাংলানিউজকে বলেন, চট্টগ্রাম অভিমুখী মালবাহী ট্রেনটির বগি তেজগাঁওয়ে লাইনচ্যুত হলে কমলাপুর থেকে তেজগাঁও পর্যন্ত একটি লাইন দিয়ে ট্রেন চলাচল করতে থাকে। তাই ট্রেন আসতে ও ছাড়তে কিছুটা বিলম্ব হয়। তবে বগিগুলো সরিয়ে নেওয়ায় পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে।
** তেজগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত, শিডিউলে বিপর্যয়
বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৮
এজেডএস/ওএইচ/