ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রায়গঞ্জে ইটভাটা থেকে শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৮
রায়গঞ্জে ইটভাটা থেকে শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার শ্রমিক ইউসুফ মোড়লের মরদেহ

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে রায়গঞ্জের একটি ইটভাটা থেকে ইউসুফ মোড়ল (২২) নামে এক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৪ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার সোনাখাড়া এলাকার ‘জহির ব্রিকস’ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ইউসুফ সাতক্ষীরা জেলার তালা থানার বারইহাটি গ্রামের মৃত ওসমান গনি মোড়লের ছেলে।

তিনি ওই ইটভাটার আগুন শ্রমিকদের সর্দার ছিলেন।  

অপর এক শ্রমিক তুহিন বাংলানিউজকে জানান, মঙ্গলবার (১৩ নভেম্বর) রাতে ভাটায় কাজ করছিলেন ছিলেন ইউসুফ। ভোররাত থেকে তিনি নিখোঁজ হয়ে যান। অনেক খোঁজাখুঁজির পর সকালে ইটভাটার পাশে একটা পুকুর পাড়ে আম গাছের সঙ্গে ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চনন্দ সরকার বাংলানিউজকে বলেন, মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।  

ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।