বুধবার (১৪ নভেম্বর ) বিকেলে সীমান্তের পুটখালী মসজিদ পাড়া পোস্ট এলাকা থেকে তাকে আটক করা হয়। রহিম বেনাপোলের পুটখালী পূর্বপাড়া গ্রামের ইউছুফ আলীর ছেলে।
বিজিবি জানায়, বেনাপোল সীমান্ত দিয়ে সোনার একটি চালান ভারতে পাচার হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা সীমান্তে নজরদারী বাড়ায়। এক পর্যায়ে পাচারকারী রহিম ভারতে প্রবেশের চেষ্টাকালে তাকে ধাওয়া করে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি করে ১২টি স্বর্ণের বার জব্দ করা হয়।
বিজিবি-২১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরান উল্লাহ সরকার বাংলানিউজকে বলেন, আটক পাচারকারীর বিরুদ্ধে স্বর্ণপাচার আইনে মামলা দিয়ে পুলিশে সোপর্দের প্রক্রিয়া চলছে।
বাংলাদেশ সময়: ০৫০২ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৮
আরআইএস/