বৃহস্পতিবার (১৫ নভেম্বর) দুপুরে খান জাহান আলী ও ভাষা শহিদ বরকত ফেরির ক্যান্টিন কর্তৃপক্ষকে এ জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বাংলানিউজকে জানান, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে চলাচলকারী ফেরিগুলোতে নির্ধারিত মূল্য অপেক্ষা অধিক মূল্যে পণ্য বিক্রয়, অবৈধ প্রক্রিয়ায় খাদ্যপণ্য প্রক্রিয়াকরণ এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে ওই দুই ফেরির ক্যান্টিন কর্তৃপক্ষকে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এর মধ্যে খান জাহান আলী ফেরির ক্যান্টিনকে ৪০ হাজার টাকা ও ভাষা শহীদ বরকত ফেরির ক্যান্টিনকে ২৫ হাজার টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়। অভিযানে আরো দু’টি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয় বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৮
কেএসএইচ/আরবি/