ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভারত সফর শেষে দেশে ফিরেছেন নৌবাহিনী প্রধান

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৫ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৮
ভারত সফর শেষে দেশে ফিরেছেন নৌবাহিনী প্রধান নৌবাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদ

ঢাকা: ভারতের কোচিতে অনুষ্ঠিত ‘ইন্ডিয়ান ওশান নেভাল সিম্পোজিয়াম’ এর সেমিনারে অংশগ্রহণ শেষে নৌবাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদ দেশে ফিরেছেন।

বৃহস্পতিবার (১৫ নভেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সহকারী নৌপ্রধান (অপারেশনস) ও নৌ প্রশাসনিক কর্তৃপক্ষ তাকে স্বাগত জানান।  

গত ১৩-১৪ নভেম্বর ভারতের কোচিতে অনুষ্ঠিত ‘ইন্ডিয়ান ওশান নেভাল সিম্পোজিয়াম’ এর সেমিনারে আইওএনএস’র সদস্য রাষ্ট্রসমূহ অংশ নেয়।

সেমিনারে ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে মেরিটাইম সহযোগিতার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।  

সফরকালে বাংলাদেশ নৌবাহিনী প্রধান ভারতীয় নৌপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎসহ আইওএনএস’র অন্যান্য সদস্য রাষ্ট্রসমূহের ঊর্ধ্বতন নৌ-কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

উল্লেখ্য, সেমিনারে অংশগ্রহণের লক্ষ্যে নৌবাহিনী প্রধান গত ১২ নভেম্বর ভারতের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।