বৃহস্পতিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় পদ্মাসেতুর ২৮ নম্বর পিলারের কাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শরীফ ভোলা সদর উপজেলার পশ্চিমকোটাপাড়া এলাকার মহসিন মজুমদারের ছেলে।
শিবচর থানা সূত্র জানায়, বিকেলে পদ্মাসেতু সংলগ্ন এলাকায় মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। মরদেহর পকেটে থাকা পরিচয়পত্রের মাধ্যমে জানা যায়, নিহত ব্যক্তির নাম মো. শরীফ। তিনি ঢাকার সাভার এলাকার হেমায়েতপুরের একজন ব্যবসায়ী।
শিবচর থানার উপ-পরিদর্শক (এসআই) খলিল বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, উদ্ধার হওয়া মরদেহটি কিছুদিন আগে দুর্ঘটনার শিকার স্পিডবোটের যাত্রী ছিলেন।
গত ১১ নভেম্বর (রোববার) বিকেলে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে একটি ডাম্প ফেরির সঙ্গে ধাক্কা লেগে যাত্রীবাহী একটি স্পিডবোট ডুবে যায়। ওই সময় ২১ জন যাত্রীকে উদ্ধার করা গেলেও পরদিন পদ্মাসেতু এলাকা থেকে তিন যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়।
বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৮/ আপডেট সময়: ২১২৫ ঘণ্টা
জিপি