শুক্রবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে মহানগরীর উপকণ্ঠে থাকা কাটাখালি বেলঘরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর ছোট ভাই টেন্টুকে আটক করেছে পুলিশ।
ঘটনার বিরণ দিয়ে রাজশাহী মহানগরীর কাটাখালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ বাংলানিউজকে বলেন, দুই ভাইয়ের মধ্যে পারিবারিকভাবে বিরোধ চলছিল। বিরোধের জের ধরে শুক্রবার সন্ধ্যায় ছোট ভাই টেন্টু বড় ভাই নান্টুকে ধারালো হাঁসুয়া দিয়ে কোপায়। এর ফলে ঘটনাস্থলেই নান্টুর মৃত্যু হয়। পরে খবর পেয়ে কাটাখালি থানা পুলিশ ঘটনাস্থলে যায় এবং মরদেহ মরদেহ উদ্ধার করে।
ওসি বলেন, নিহত নান্টুর বুক, পেট ও পিঠে ধারালো হাঁসুয়ার আঘাত রয়েছে। এ ঘটনায় এলাকাবাসী টেন্টুকে ধরে ফেলেন। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ময়নাতদন্তের জন্য নিহত নান্টুর মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৮
এসএস/জিপি