ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বেনাপোল সীমান্তে ৩৯৭ বোতল ফেনসিডিল জব্দ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৯ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৮
বেনাপোল সীমান্তে ৩৯৭ বোতল ফেনসিডিল জব্দ ফেনসিডিল জব্দ। ছবি: বাংলানিউজ

বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৩৯৭ বোতল ফেনসিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তবে এসময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি তারা।

শনিবার (১৭ নভেম্বর) দুপুর ১টার দিকে বেনাপোল সীমান্তের পুটখালী পশ্চিমপাড়া এলাকার একটি আম বাগান থেকে এসব জব্দ করা হয়।

বিজিবি জানায়, তাদের কাছে গোপন খবর আসে সীমান্ত পথে ফেনসিডিলের একটি চালান ঢুকবে।

পরে বিজিবি সদস্যরা সীমান্তে জনবল বাড়ায়। একপর্যায়ে চোরাচালানীরা ভারত সীমান্তবর্তী এলাকা পুটখালীমাঠ অতিক্রম করার সময় তাদের ধাওয়া করলে মাথা থেকে বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তার ভেতর থেকে ৩৯৭ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

২১ ব্যাটালিয়ন বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক সৈয়দ সোহেল আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, জব্দকৃত ফেনসিডিল বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৮
এজেডএইচ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।