শনিবার (১৭ নভেম্বর) খাগড়াছড়ির পেরাছড়ায় সঞ্জীবনী ভাবনা কেন্দ্রে দিনব্যাপী এই কঠিন চীবরদান উৎসব অনুষ্ঠিত হয়। মাত্র ২৪ ঘণ্টার মধ্যে তুলা হতে সুতা, সুতা থেকে কাপড় বুনে চীবর (বৌদ্ধ ভিক্ষুদের পরিধেয় কাপড়) তৈরি করে উৎসর্গ করা হয়।
অনুষ্ঠানে সকাল থেকে বন্দনা, পঞ্চশীল গ্রহণ, বুদ্ধ মূর্তি দান ও কল্পতরু দান করা হয়।
এসময় ধর্মীয় ধর্মদেসনা দেন পার্বত্য বৌদ্ধ মিশনের অধ্যক্ষ সুমনালঙ্কার মহাস্থবির। অনুষ্ঠানে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী, সাবেক চেয়ারম্যান চাইথোঅং মারমা, শিক্ষাবিদ বোধিসত্ব দেওয়ান সঞ্জীবনী, ভাবনা কেন্দ্রের সভাপতি মধু মঙ্গল চাকমা, নমিতা চাকমাসহ হাজারও পূণার্থী অংশ নেন।
অনুষ্ঠানে ১৩ জন নারী ভিক্ষু ও শ্রমন অংশ নেন। এছাড়াও চট্টগ্রাম, রাঙ্গামাটি থেকে আগত ভিক্ষুরাও অংশ নেন। সন্ধ্যায় ফানুস উত্তোলনের মধ্য দিয়ে উৎসব শেষ হবে।
বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৮
এডি/আরআর