ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বরিশালে বিনোদন কেন্দ্রে পুলিশের অভিযান, আটক ৩২

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২২ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৮
বরিশালে বিনোদন কেন্দ্রে পুলিশের অভিযান, আটক ৩২ বিনোদন কেন্দ্রে পুলিশের অভিযান

বরিশাল: বরিশাল নগরের বিভিন্ন বিনোদন কেন্দ্রে অভিযান চালিয়ে আপত্তিকর অবস্থায় ৩২ জনকে আটক করেছে থানা পুলিশ।

শনিবার (১৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত নগরের মুক্তিযোদ্ধা পার্ক, প্লানেট ওয়ার্ড শিশু পার্ক, বদ্ধভূমি সংলগ্ন কীর্তনখোলা নদীর তীরে এবং বঙ্গবন্ধু উদ্যানে অভিযান চালায় কোতোয়ালি মডেল থানা পুলিশ।

পুলিশ জানায়, থানা পুলিশের একটি বিশেষ টিম এই অভিযান পরিচালনা করে যে ৩২ জনকে আটক করেছে, তাদের মধ্যে ২২ জন পুরুষ ও ১০ জন নারী রয়েছে।

এদের অনেকেই বয়সে কিশোর বলে জানিয়েছে পুলিশ।  

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুল ইসলাম বাংলানিউজকে বলেন, অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে আটককৃতদের অভিভাবকদের খবর দেয়া হয়। ভবিষ্যতে এ ধরনের কার্যকলাপে জড়াবে না, এই মর্মে মুচলেকা দিয়ে অভিভাবকরা সন্তানদের ছাড়িয়ে নিয়ে গেছেন।

এদিকে হঠাৎ করে কোতয়ালি মডেল থানা পুলিশের এমন অভিযান সাধারণ মহলে বেশ প্রশংসা কুড়িয়েছে।  

বাংলা‌দেশ সময় : ০৩২০ ঘণ্টা, ন‌ভেম্বর ১৮, ২০১৮
এমএস/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।