ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নিয়মিত মানবসম্পদ প্রশিক্ষণ দিতে চায় চীন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৮ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৮
নিয়মিত মানবসম্পদ প্রশিক্ষণ দিতে চায় চীন ফেলোশিপ সম্বর্ধনা অনুষ্ঠান

বাংলাদেশকে নিয়মিতভাবে মানবসম্পদ প্রশিক্ষণ দিতে আগ্রহী চীন। ১৭ নভেম্বর ঢাকার লেক শোর হোটেলে বাংলাদেশে চীন দূতাবাসের আয়োজন করা হয় এক ফেলোশিপ সংবর্ধনা অনুষ্ঠান।

এসময় দূতাবাসের ইকোনমিক অ্যান্ড কমার্শিয়াল কনস্যুলার মিস্টার লি গুয়াংজুন বলেন, চীন চায় নিজেদের উন্নতির পাশাপাশি পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বিশ্বের অন্যান্য উন্নয়নশীল দেশগুলোও যেন এগিয়ে যায়। এর অংশ হিসেবে চীন ‘বেল্ট অ্যান্ড রোড’ কর্মসূচি হাতে নিয়েছে।

এরই ধারাবাহিকতায় চীন নিয়মিত বাংলাদেশকে মানবসম্পদ গড়তে নানা রকম প্রশিক্ষণ সহযোগিতা দিচ্ছে।

বাংলাদেশের জন্য এবছর তিনটি কর্মশালার আয়োজন করেছে চীন। এর মধ্যে ছিল, বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চল এবং হাইটেক পার্কের উন্নয়ন ও সহযোগিতা, চীন-বাংলাদেশের মধ্যে বিদ্যুৎ সহযোগিতা এবং দুই দেশের মধ্যে ব্লু ইকোনমি বিষয়ক ফোরাম সংক্রান্ত কর্মশালা।  

ফেলোশিপ গ্রহণকারীরা নিজেদের শিক্ষা ও অভিজ্ঞতা তাদের নিজ নিজ কর্মক্ষেত্রে কাজে লাগিয়ে সামগ্রিকভাবে দেশের উন্নয়নে অবদান রাখতে পারবেন। বাংলাদেশের মোট ৬৯৭ জন এবছর প্রশিক্ষণের সুযোগ পেয়েছেন। এবছর বিভিন্ন দেশের মোট ৫০ হাজার মানুষ চীনের এ প্রশিক্ষণ সহযোগিতা পেয়েছেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয়ের ইআরডি’র এডিশনাল সেক্রেটারি মো. জাহিদুল হক।  

বাংলাদেশ সময়: ০৬৪৪ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৮
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।