শনিবার (১৭ নভেম্বর) দিনভর ডিএমপির ট্রাফিক বিভাগ অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা আদায় করে বলে জানিয়েছেন ডিএমপির উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান।
তিনি জানান, এসব মামলা ছাড়াও উল্টোপথে গাড়ি চালানোর কারণে ৩১৯টি গাড়ির বিরুদ্ধে মামলা, হাইড্রোলিক হর্ন ব্যবহার করার দায়ে ১৫৮টি, হুটার ও বিকনলাইট ব্যবহার করার দায়ে ৮টি এবং মাইক্রোবাসে কালো গ্লাস ব্যবহারের জন্য ১৪টি গাড়ির বিরুদ্ধে মামলা দিয়েছে পুলিশ।
ট্রাফিক আইন অমান্য করার দায়ে ১০২১টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা ও ৬০টি মোটরসাইকেল আটক করা হয়। একইসঙ্গে গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করার অপরাধে চালকের বিরুদ্ধে ১২০টি মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৮
পিএম/এএ